সাকিব আল হাসানের জনপ্রিয়তা শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। বিশ্বসেরা এই অলরাউন্ডারে মজে আছে বিশ্বের আরও অনেক দেশের মানুষ। যেই তালিকা থেকে বাদ যায়নি পাকিস্তানিরাও। আগামীকাল বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
আগামীকাল অ্যাডিলেড ওভালে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। সেই লড়াই শুরুর আগে আজ নিউজটোয়েন্টিফোরের সঙ্গে আলাপচারিতায় এক পাকিস্তানি ক্রিকেট সমর্থক জানিয়েছেন, সাকিবের প্রতি তার ভালোলাগার কথা। ওই নারী ক্রিকেটপ্রেমী বলছিলেন, ‘আসলে আমি পাকিস্তানের।
এ সময় সাকিবকে অন্যান্যা ক্রিকেটারদের তুলনায় ভিন্ন বলে আখ্যায়িত করেন তিনি। সেটা হয়তো এতদিন ধরে বিশ্ব ক্রিকেটে ব্যাট-বল হাতে ধারাবাহিক পারফরম্যান্স করে যাওয়ার জন্যই। ব্যাখ্যা বিশ্লেষণ না করলেও সাকিবের প্রতি মুগ্ধতার কথা জানিয়েছে ওই নারী ক্রিকেটপ্রেমী আরও বলেন, ‘সে অন্যান্যা ক্রিকেটারদের মতো নয়। আগামীকাল ম্যাচে তার ভালো খেলার দিকে তাকিয়ে আছি আমি। ’
জন্ম পাকিস্তানে। ওই নারী ক্রিকেটপ্রেমী আগামীকাল সমর্থন দেবেন পাকিস্তানকেই। তবে দুই দলের মধে হাড্ডাহাড্ডি লড়াই-ই দেখতে চান তিনি, ‘আমি অবশ্যই পাকিস্তানের হয়ে গলা ফাটাবো। তবে আমার মন বলছে, বাংলাদেশও কাল ভালো লড়াই করবে। হ্যাঁ, এটা একটা থ্রিলিং ম্যাচ হতে যাচ্ছে। কারণ দুটি দলই বেশ শক্তিশালী। দুই দলেরই ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড বেশ সমৃদ্ধ। ’
আগামীকাল অ্যাডিলেডে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে পাকিস্তানের বিপক্ষে সাকিবদের লড়াই।
ভিডিও দেখুন এখানে: পাকিস্তানের মেয়ে সাকিব আল হাসানের জন্য পাগল
news24bd.tv/সাব্বির