কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে (সিবিএমসিবি) ভুল চিকিৎসায় আহাম্মদ আলী নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে ওই রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে হাসপাতালের পরিচালকের কক্ষ ভাঙচুরসহ দু’পক্ষের পাঁচজন আহত হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার দুপুরে আহাম্মদ আলী মারা যান। পরে বিকালে ময়মনসিংহ নগরের চুরখাই এলাকায় অবস্থিত ওই বেসরকারি হাসপাতালটিতে এমন ঘটনা ঘটে। এদিকে রোগীর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট নার্সকে সাময়িক বহিস্কার করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে ৪৮ ঘন্টার মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. করিম খান জানান, এ ধরনের রোগীকে আমরা স্যালাইনের মাধ্যমে ইনজেকশন পুশ করার নির্দেশনা দিয়ে থাকি। কিন্তু নার্স সরাসরি ইনজেকশন পুশ করায় পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকতে পারে। কর্তব্যে গাফিলতির কারণে তাৎক্ষণিকভাবেই নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা যায়, ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর গ্রামের আহাম্মদ আলী বুকের ব্যাথা নিয়ে গত বুধবার ভর্তি হন সিবিএমসিবি হাসপাতালে। রোগীর হার্টের সমস্যা শনাক্ত হওয়ায় হাসপাতালের ৭নং কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন ছিলেন। শনিবার দুপুরে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী তার শরীরে চলমান স্যালাইনে ইনজেকশন পুশ করার কথা থাকলেও দায়িত্বরত নার্স কোহিনুর রোগীকে সরাসরি ইনজেকশন পুশ করে। ইনজেকশন পুশ করার সাথে সাথেই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবারের সদস্যদের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।
news24bd.tv/কামরুল