১০ জন নিয়েও সিটির নাটকীয় জয়
১০ জন নিয়েও সিটির নাটকীয় জয়

১০ জন নিয়েও সিটির নাটকীয় জয়

অনলাইন ডেস্ক

আর্লিং হালান্ডকে বিশ্রামে রেখেই ফুলহামের বিপক্ষে সেরা একাদশ সাজিয়েছিলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। তার বাছাই করা দলই জয় নিয়ে আসতে পারতো যদি না লাল কার্ড দেখে দলকে বিপদে ফেলতেন জোয়াও কানসেলো। শুধু লাল কার্ড নয়, তার ভুলে পেনাল্টি থেকে গোলও হজম করে সিটি। ১০ জনের সিটি তাই ছিল পয়েন্ট হারানোর দ্বারপ্রান্তে।

গার্দিওলা বাধ্য হয়ে তাই ‘গোলমেশিন’ হালান্ডকে মাঠে নামান। শেষ পর্যন্ত ওই হালান্ডই গড়ে দিলেন ম্যাচের ভাগ্য। আজ ইতিহাদে নাটকীয় এক জয়ই পেয়েছে ম্যানচেস্টার সিটি। ১-১ ব্যবধানে ম্যাচ যখন শেষের পথে তখন ইনজুরি সময়ে পেনাল্টি থেকে গোল করে সিটিকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দেন হালান্ড।

চলতি লিগ মৌসুমে এটা হালান্ডের ১৮তম গোল।

পেনাল্টি থেকে দলকে বাঁচানোর আগে আরও একটি গোল যোগ হতে পারতো হালান্ডের নামের পাশে। তবে ৭৩ মিনিটে কেভিন ডি ব্রুইনার দুর্দান্ত ক্রস থেকে তার হেডে করা গোলটি বাতিল হয়ে যায়। হালান্ডের মন খারাপই হতো যদি না শেষ মুহূর্তে স্পটকিক থেকে গোলটি করতেন তিনি। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে ডি ব্রুইনাকে রবিনসন ডি বক্সে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল সিটিজেনরা।

নাটকীয় জয় পাওয়ার আগে ১৭ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন হালান্ডের জায়গায় নামা হুলিয়ান আলভারেজ। ইল্কায় গুনদোয়ানের দারুণ এক পাস থেকে গোল করেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। সিটি বড় ধাক্কা খায় ২৬ মিনিটে। উইলসনকে ডি বক্সে বিপদজনকভাবে ফাউল করায় রেফারি বাজান পেনাল্টির বাঁশি। সঙ্গে লাল কার্ড দেখান এই ফুলব্যাককে। স্পটকিক থেকে গোল করে ফুলহামকে ২৮ মিনিটে ম্যাচে ফেরান আন্দ্রেয়াস পেরেইরা।

এ জয়ে আর্সেনালকে পেছনে ফেলে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল ম্যানচেস্টার সিটি। যদি একটি ম্যাচ বেশিই খেলেছে তারা। ১৩ ম্যাচ শেষে দলটির ঝুলিতে এখন ৩২ পয়েন্ট। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল।  

news24bd.tv/সাব্বির