আটালান্টাকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত নাপোলির

আটালান্টাকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত নাপোলির

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের কাছে হেরে টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড খুইয়েছিল নাপোলি। শনিবার লিগ ম্যাচে তাদের ভয় ধরিয়ে দিয়েছিল আটালান্টাও। তবে পিছিয়ে পড়ার পরও সেরি আ’র পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা দলটির বিপক্ষে জয় তুলে নিলো নেপলসরা। আটালান্টাকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও পোক্ত করল তারা।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই ক্লাবের খেলা। আটালান্টা-নাপোলি ম্যাচ শুরুর আগেই ছড়িয়েছিল বাড়তি উত্তাপ। তার ঝাঁজ পাওয়া গেল ম্যাচেও। লড়াইয়ে দুই দল কেউ কাউকে ছেড়ে কথা বলেনি।

আক্রমণে স্বাগতিক আটালান্টা এগিয়ে থাকলেও সুযোগ সদ্ব্যবহারে এগিয়ে ছিল নাপোলি।

যদিও জিউইশ স্টেডিয়ামে স্বাগতিক সমর্থকরা আনন্দে ভাসেন আগে। ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন আদেমোলা লুকমান। সেই গোল শোধ দিতে নাপোলি বেশি সময় নেয়নি। ২৩ মিনিটে পিওতর জেলেনস্কির পাস থেকে অতিথিদের সমতায় ফেরান ভিক্টর ওসিমহেন।

এরপর দ্রুত লিডও নিয়ে ফেলে নাপোলি। ৩৫ মিনিটে উইঙ্গার এলিফ এলমাসের গোলে পিছিয়ে পড়ে আটালান্টা। এই গোলে তাকে সহায়তা করেন নাপোলিকে সমতায় ফেরানো ওসিমহেন। এলমাসের গোলে পিছিয়ে পড়ার পর আটালান্টা আর ম্যাচে ফিরতে পারেনি। ফলে শীর্ষে থাকা নাপোলির সঙ্গে পয়েন্ট ব্যবধান করানোর পরিবর্তে আরও পিছিয়ে পড়ল জিয়ান পিয়েরো গাসপেরিনির শিষ্যরা।

আটালান্টার বিপক্ষে জয়ে ১৩ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পোক্ত করেছে লুসিয়ানো স্পালেত্তির ছাত্ররা। দুইয়ে থাকা আটালান্টার চেয়ে তারা এগিয়ে আছে ৮ পয়েন্টে।

news24bd.tv/সাব্বির