দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিয়ে নেদারল্যান্ডস

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিয়ে নেদারল্যান্ডস

অনলাইন ডেস্ক

ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাট করছে নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি শুরু হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের এই ম্যাচটি বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ। এই ম্যাচে নেদারল্যান্ডস জিতে গেলে তা বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার একটা সুযোগ তৈরি করবে।

এই ২ নম্বর গ্রুপে ৪ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের সঙ্গে আজকের ম্যাচ জিততে পারলে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে চলে যাবে। আর যদি নেদারল্যান্ডস জিতে যায়, তবে সকাল ১০টায় বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে অজিদের। ৫ ম্যাচ করে খেলে বাংলাদেশ ও পাকিস্তানের সমান ৪ পয়েন্ট করে রয়েছে।

আজকে দক্ষিণ আফ্রিকা পরাজিত হলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যেই দল জিতবে, সেই দল চলে যাবে সেমিফাইনালে।  

এদিকে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে থেকে এরই মধ্যে সেমিফাইনালে  উঠে গেছে ভারত। তবে আজ দুপুর ২টায় নিজেদে শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে ৩ পয়েন্ট নিয়ে তালিকার ৫ নম্বরে থাকা জিম্বাবুয়ে। ২ পয়েন্ট নিয়ে এই গ্রুপের তলানিতে আছে নেদারল্যান্ডস।  

অপরদিকে ১ নম্বর গ্রুপ থেকে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চত করেছে নিউজিল্যান্ডস ও ইংল্যান্ড।  

news24bd.tv/ইস্রাফিল