দক্ষিণ আফ্রিকার হারে সেমির স্বপ্ন বাংলাদেশের

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার হারে সেমির স্বপ্ন বাংলাদেশের

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ-পাকিস্তানকে সেমিফাইনালে যেতে সুযোগ করে দিল নেদারল্যান্ডস। ১৩ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে নেদারল্যান্ডস।

এখন পাকিস্তানকে হারিয়ে দিতে পারলেই ইতিহাসে প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ।

ওভালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ ইউকেটে ১৫৮ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস।

দলের পক্ষে সর্বোচ্চ হার না মানা ৪১ রান করেন কলিন অ্যাকেরম্যান।

শুরুতে ব্যাট করে ডাচরা দক্ষিণ আফ্রিকার সামনে ছুঁড়ে দিয়েছিল ১৫৯ রানের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে জয়ী হতে পারেনি প্রোটিয়ারা। ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে ইনিংস শেষ করেছে ১৪৫ রানে।

তাতেই বিদায় নিশ্চিত হয়ে গেছে দলটির। সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে গেছে ভারতের সেমিফাইনালও।

এই হারের পরও অবশ্য এখন দলটির অবস্থান তালিকার দুইয়ে। পাঁচ ম্যাচ থেকে দলটি তুলে নিয়েছে পাঁচ পয়েন্ট। পরের দুই অবস্থানে থাকা পাকিস্তান আর বাংলাদেশের পয়েন্ট চার। এই দুই দল আজ মুখোমুখি পরের ম্যাচেই। ফলে ম্যাচ মাঠে গড়ালে দুই দলের কোনো এক দলের ছয় পয়েন্ট পাওয়া নিশ্চিত।

পাক-বাংলাদেশ ম্যাচ যদি বৃষ্টির কারণে মাঠে না-ও গড়ায়, তাহলেও কোনো সুযোগ নেই দক্ষিণ আফ্রিকার। বর্তমানে দলটির নেট রান রেট ০.৮৭৪, আর তিনে থাকা পাকিস্তানের নেট রান রেট ১.১১৭। ম্যাচটা ভেসে গেলে বাংলাদেশ-পাকিস্তান দুই দলের পয়েন্ট হবে পাঁচ, আর শ্রেয়তর রান রেটের কারণে পাকিস্তান চলে যাবে সেমিফাইনালে।

news24bd.tv/কামরুল