কেউ প্রশ্নফাঁসের চেষ্টা করলে শাস্তিমূলক ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

সংগৃহীত ছবি

কেউ প্রশ্নফাঁসের চেষ্টা করলে শাস্তিমূলক ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

এ বছর নকলমুক্ত ও প্রশ্নফাঁসের গুজবমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, প্রশ্নফাঁস বন্ধ করতে আমরা অভিনব কৌশল গ্রহণ ও কঠোর মনিটরিং করছি। তারপরও যদি কেউ নতুন কোন পদ্ধতিতে প্রশ্ন ফাঁসের চেষ্টা করে তবে তা প্রতিহত করা হবে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৬ নভেম্বর) সরকারি বেগম বদরুন্নেসা মহিলা কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি আছে। কেউ অপচেষ্টা করে সফল হবে না। কোচিং যেন একমাস বন্ধ থাকে। তবে এটি পুরোপুরি বন্ধ করা সম্ভব না।

স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের সহায়তা দরকার। নতুন শিক্ষাক্রমে কোচিংয়ের দরকার পড়বে না বলেও জানান ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, অভিভাবকেদর ভিড়ে অন্য শিক্ষার্থীরা ঠিকভাবে পরীক্ষা কেন্দ্রে আসতে পারছে না। যানজট হয়। অভিভাবকরা যেন তার সন্তানকে কেন্দ্রে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

news24bd.tv/রিমু