কোথায় কখন দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ

সংগৃহীত ছবি

কোথায় কখন দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ

অনলাইন ডেস্ক

আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকে দৃশ্য দেখা যাবে ‍পূর্ণ চন্দ্রগ্রহন। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ চন্দ্রগ্রহন হবে। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর- আইএসপিআর।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মঙ্গলবার বিকাল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ গ্রহণ শুরু হবে।

গতিপথ হবে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপের ওশান ভিউ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে। কেন্দ্রীয় গ্রহণ হবে বিকাল ৪টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে। পূর্ণগ্রহণ থেকে চাঁদের নির্গমন হবে ৫টা ৪২ মিনিটে।

রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে মঙ্গলবার বিকাল ৫টা ৫ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত ৮টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে।

চলুন দেখে নেওয়া যাক, কোথায় কখন দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ।

 

এই রকম আরও টপিক