পরের বিশ্বকাপেও সরাসরি খেলবে বাংলাদেশ

পরের বিশ্বকাপেও সরাসরি খেলবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

পাকিস্তানের কাছে সুপার টুয়েলভের শেষ ম্যাচে হেরে কপাল পুড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছে সাকিব আল হাসানের দল। রোববার অ্যাডিলেড ওভালে অঘোষিত কোয়ার্টার ফাইনালে হেরে পয়েন্ট টেবিলের পাঁচে থেকে আরও একটি বিশ্ব আসর শেষ করলো বাংলাদেশ।

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আগে গ্রুপ ২-এর আরেক ম্যাচে অঘটনের জন্ম দেয় নেদারল্যান্ডস।

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় দলটি। পয়েন্টে বাংলাদেশের সমান হলেও, নেট রানরেটে এগিয়ে থাকায় ডাচরা চতুর্থ হিসেবে সুপার টুয়েলভ পর্ব শেষ করেছে। তাতে দলটি গড়েছে ইতিহাস।  দারুণ এ জয়ে নেদারল্যান্ডস প্রথমবারের মতো পেয়েছে পরের টি২০ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট।

পয়েন্টস টেবিলে নেদারল্যান্ডসের পেছনে পড়ার পরই অনেকে ধারণা করে নেয়, বাংলাদেশকে ২০২৪ টি২০ বিশ্বকাপের বাছাইপর্ব অর্থাৎ, প্রথম পর্বে খেলতে হবে। এ নিয়ে শীর্ষসারির অনেক গণমাধ্যমে খবরও বের হয়। সেখানে যুক্তি দেওয়া হয়, সুপার টুয়েলভে নিজেদের গ্রুপে সেরা চার দলের মধ্যে থাকতে না পারায় বাংলাদেশ এ সুযোগ হাতছাড়া করেছে।  তবে এ ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত। বাংলাদেশও আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে। শুধু বাংলাদেশ নয়, গ্রুপ ১-এর তলানিতে থাকা আফগানিস্তানও সরাসরি খেলবে পরের বিশ্বকাপে।

চলতি বছরের ১০ এপ্রিল আইসিসি নিশ্চিত করে, ২০২৪ বিশ্বকাপ হবে ২০ দলের। এ বিশ্বকাপে আয়োজক দুটি দেশ ছাড়া নভেম্বরে অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল সুযোগ পাবে সরাসরি অংশগ্রহণের। বাকি আট দেশের ভাগ্য নির্ধারণ হবে অস্ট্রেলিয়া বিশ্বকাপ দিয়ে। আসরে দুই গ্রুপের সেরা আট দল সুযোগ পাবে নবম টি২০ বিশ্বকাপে সরাসরি খেলার।

আরও জানানো হয়, সেরা আটে যদি আয়োজক দেশ ও র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দেশ থাকে, তাহলে তাদের বাদ দিয়ে নভেম্বরের টি২০ র‌্যাংকিং অনুযায়ী এগিয়ে থাকা দলগুলো সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। সে হিসেবে বাংলাদেশ এবং আফগানিস্তান পেতে যাচ্ছে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট। বর্তমান টি২০ র‍্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের বর্তমান অবস্থান নবম। আফগানিস্তান আছে দশে।

বিশ্বকাপ ফাইনালের পর নভেম্বরের ১৪ তারিখ র‍্যাঙ্কিং হালনাগাদ করবে আইসিসি। নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের আগে নিশ্চিত হয়ে গেছে, বাংলাদেশ-আফগানিস্তানই পাচ্ছে র‍্যাঙ্কিং সুবিধায় সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট।

এর আগে, দুই আয়োজক ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সবার আগে নিশ্চিত করে ২০২৪ বিশ্বকাপ। এদিকে, অস্ট্রেলিয়া বিশ্বকাপের সুপার টুয়েলভে দুই গ্রুপের সেরা চার স্থান নিশ্চিত করা ৮টি দল-নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা (গ্রুপ ১) এবং ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসও (গ্রুপ ২) পেয়ে গেছে নবম টি২০ বিশ্বকাপের টিকিট।

news24bd.tv/সাব্বির

এই রকম আরও টপিক