শেষ ষোলতেই রিয়াল-লিভারপুল, পিএসজি-বায়ার্ন ম্যাচ

শেষ ষোলতেই রিয়াল-লিভারপুল, পিএসজি-বায়ার্ন ম্যাচ

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতেই ফুটবল বিশ্ব দেখবে দুটি হাইভোল্টেজ ম্যাচ। আজ সোমবার সুইজারল্যান্ডের নিওনে উয়েফার সদরদপ্তরে হয়ে গেছে রাউন্ড অব ১৬-এর ড্র। যেখানে শক্তিশালী লিভারপুলকে পেয়েছে রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও কঠিন প্রতিপক্ষ পেয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও।

শেষ ষোলতে তাদের প্রতিপক্ষ মেসি-নেইমার-এমবাপ্পের পিএসজি।

গেল কয়েক মৌসুম ধরে নিয়ম করেই যেন ইউরোপ সেরার মঞ্চে দেখা হচ্ছে রিয়াল-লিভারপুলের এবং পিএসজি-বায়ার্নের। গেল মৌসুমে লিভারপুলকে হারিয়ে ১৪বারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা উদযাপনে মাতে রিয়াল মাদ্রিদ। এর এক মৌসুম আগে ফাইনালের মঞ্চে দেখা হয়েছিল পিএসজি-বায়ার্নের।

যেখানে শেষ হাসি হেসেছিল বায়ার্ন। পরে গেল মৌসুমে কোয়ার্টার ফাইনালে তাদের বিদায় দিয়ে ক্ষতে একটু হলেও প্রলেপ দেয় পিএসজি।

‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় লটারিতে এ গ্রুপের রানার্স-আপ লিভারপুলকে পায় রিয়াল। গ্রুপ পর্বের শেষ দিনে জয়ের পরও পিএসজির কপাল পোড়ে বেনফিকা প্রতিপক্ষের মাঠে বড় জয় তুলে নেওয়ার। ফলে ‘এইচ’ গ্রুপে রানার্স-আপ হতে হয় দলটিকে। সেক্ষেত্রে সি গ্রুপ চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কপাল মন্দ বলা চলে। একমাত্র দল হিসেবে গ্রুপ পর্বের সবকটি ম্যাচে জিতেও পিএসজির মতো জায়ান্টদের পেল বাভারিয়ানরা।

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি শেষ ষোলতে পেয়েছে জার্মান ক্লাব রেড বুল লাইপজিগকে। গেল মৌসুমে গ্রুপ পর্বেই দল দুটির দেখা হয়েছিল। প্রথম দেখায় জার্মান ক্লাবটিকে ৬-৩ গোলে উড়িয়ে দিলেও, ফিরতি দেখায় ২-১ গোলে হেরে যায় সিটিজেনরা। ড্রয়ের পর আরও একটি জমজমাট লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বরুসিয়া ডর্টমুন্ডের ভাগ্যে চেলসি পড়ায়।

এদিকে, বেলজিয়ান ক্লাব ব্রুজের প্রতিপক্ষ হিসেবে পড়েছে বেনফিকা। এসি মিলান লড়বে টটেনহামের বিপক্ষে। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের প্রতিপক্ষ নাপোলি এবং ডেথ গ্রুপ থেকে নকআউটে ওঠা ইন্টার মিলানের প্রতিপক্ষ পোর্তো। আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের খেলা।

চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব ১৬-এর লাইনআপ

লাইপজিগ-ম্যানচেস্টার সিটি 
ক্লাব ব্রুজ-বেনফিকা 
লিভারপুল-রিয়াল মাদ্রিদ
এসি মিলান-টটেনহাম 
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট-নাপোলি
বরুসিয়া ডর্টমুন্ড-চেলসি
ইন্টার মিলান-পোর্তো  
পিএসজি-বায়ার্ন মিউনিখ 

news24bd.tv/সাব্বির