গোপনে রাশিয়ায় অস্ত্র পাঠিয়েছে উত্তর কোরিয়া, এমনটাই দাবি করেছিল যুক্তরাষ্ট্র। তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছে পিয়ংইয়ং। তারা বলছে, মস্কোকে অস্ত্র দেওয়া হয়নি। এমনকি অস্ত্র বিক্রি করার কোনো পরিকল্পনা নেই।
মঙ্গলবার (৮ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় পিয়ংইয়ং। গত সপ্তাহে রাশিয়ায় অস্ত্র দেওয়ার বিষয়টি জানান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি। এরপরেই পিয়ংইয়ং থেকে এ মন্তব্য এল।
উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মার্কিন অভিযোগকে গুজব বলে অভিহিত করেছেন।
তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক পরিসরে পিয়ংইয়ংয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও অবৈধ নিষেধাজ্ঞা দিতে তারা এমনটা করছে। এটিকে তাদের অপচেষ্টার অংশ হিসেবে আমরা বিবেচনা করি। ’
এ দিকে কোরিয় উপদ্বীপে ওয়াশিংটন-সিউলের যৌথ বিমান মহড়ার বেশ খেপেছে উত্তর কোরিয়া। প্রতিক্রিয়ায় আরও কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং।
গত সপ্তাহে যৌথ মহড়ায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের শতাধিক যুদ্ধবিমান একসঙ্গে আকাশে ওড়ে। এমনকি ২০১৭ সালের পরে এ মহড়ায় দক্ষিণ কোরিয়ার আকাশে বি-১বি বোমারু বিমান উড়তে দেখা যায়। প্রথমে পাঁচদিনের কথা থাকলেও পরে মহড়ার মেয়াদ ছয়দিন করা হয়।
উত্তর কোরিয়া এ মহড়াকে উত্তেজনা উসকে দেওয়ার একটি আগ্রাসী পদক্ষেপ বলে আখ্যা দেয়। এ ছাড়াও বাইডেন ও ইওল প্রশাসনের যৌথ সামরিক বিমান মহড়া চলাকালে দক্ষিণ কোরিয়া লাগোয়া সমুদ্রসীমায় একাধিক ক্ষেপণাস্ত্রসহ একশরও বেশি কামানের গোলা নিক্ষেপ করে উত্তর কোরিয়া। তাছাড়া দুই কোরিয়ার মাঝামাঝি সামরিক সীমান্ত (মিলিটারি ডিমারকেশন লাইন) এলাকায় যুদ্ধবিমানও ওড়ায় তারা।
news24bd.tv/মামুন