বুয়েট শিক্ষার্থী পরশকে হত্যা করা হয়েছে, ধারণা চিকিৎসকদের

ফারদিন নূর পরশ

বুয়েট শিক্ষার্থী পরশকে হত্যা করা হয়েছে, ধারণা চিকিৎসকদের

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূরের (পরশ) লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানিয়েছেন, পরশের মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

চিকিৎসকরা আরও জানান, তার লাশ ঢাকায় পাঠানো হচ্ছে।

লাসের ভিসেরা রিপোর্ট করা হবে। রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে আরও নিশ্চিত হওয়া যাবে।  

এদিকে পরশের লাশ উদ্ধারের ঘটনায় তাঁর একজন ছেলেবন্ধু ও এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রামপুরা থানা-পুলিশ সূত্র এ তথ্য জানায়।

মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বান্ধবী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। চার বছর ধরে তাঁদের মধ্যে যোগাযোগ ছিল।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে সোমবার বিকেলে পরশের লাশ উদ্ধার করা হয়। গত ৪ নভেম্বর রাজধানীর ডেমরা থেকে নিখোঁজ হন তিনি। পরদিন তার বাবা নূরউদ্দিন রানা রাজধানীর রামপুরা থানায় একটি জিডি করেন।

সন্তানের খোঁজ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও একটি পোস্ট করেন নূরউদ্দিন রানা। সেখানে তিনি উল্লেখে করেন, ফারদিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের-১৮তম ব্যাচের শিক্ষার্থী। শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার আগে তাকে শেষবার রামপুরা ব্রিজ এলাকায় দেখা যায়। ওই দিন রাত পৌনে ১১ থেকে ১১টার মধ্যে ফারদিন সেখানে অবস্থান করছিলেন। এরপর তার বুয়েটের হল কিংবা বাসায় ফেরার কথা ছিল। কিন্তু তিনি ফেরেনি।

news24bd.tv/ইস্রাফিল