কোভিড নীতি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে চীনা নাগরিকদের সংঘর্ষ
কোভিড নীতি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে চীনা নাগরিকদের সংঘর্ষ

সংগৃহীত ছবি

কোভিড নীতি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে চীনা নাগরিকদের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

মহামারি করোনাভাইরাসে নিয়ে এখনও জিরো কোভিড নীতি অনুসরণ করে আসছে চীন। দেশটির যেখানেই করোনার সংক্রমণ পাওয়া যাচ্ছে সেখানেই লকডাউন দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে চীনা কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে দেশটির নাগরিকেরা। খবর এএফপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, কোভিড নীতি নিয়ে উত্তর-পূর্ব চীনের শাংডন প্রদেশের লিনিয়ে শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে স্থানীয়রা। এর জেরে সাতজনকে গ্রেপ্তার করেছে চীনা পুলিশ।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি আসলেও দুপুরের মধ্যে তা মুছে ফেলা হয়।  এ দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিনিয়ে শহরের পুলিশ জানায়, জননিরাপত্তা ভাঙবে এমনদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা নেওয়া হবে।

চীনে করোনা সংক্রমণের নতুন খবরের সঙ্গে সঙ্গে এই সহিংসতার খবর আসলো। মঙ্গলবার গুয়াংজু প্রদেশে নতুন করে দুই হাজার ২৩০ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে।

সংক্রমণের সংখ্যা তুলনামূলক কম হলেও এখনও লকডাউন, কোয়ারেন্টাইন ও দৈনিক বাধ্যতামূলক পরীক্ষা নীতি নিয়ে এগুচ্ছে শি জিন পিং প্রশাসন।  এএফপি বলছে, মহামারি রুখতে শি প্রশাসনের পদক্ষেপগুলো নিয়ে স্থানীয়দের মাঝে অসন্তোষের জন্ম হচ্ছে। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে ছোটো ব্যবসা - দোকান, বার, রেস্তরাঁ। অনেক জায়গায় এসব অনেক দোকান পরে আর খুলছেই না।

news24bd.tv/মামুন