'বিশ্বে জুয়েলারি শিল্পে মডেল হবে বাংলাদেশ'
'বিশ্বে জুয়েলারি শিল্পে মডেল হবে বাংলাদেশ'

মতবিনিময় সভা

'বিশ্বে জুয়েলারি শিল্পে মডেল হবে বাংলাদেশ'

বগুড়া প্রতিনিধি

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে বিশ্বে জুয়েলারি শিল্পে মডেল হবে বাংলাদেশ। তার ব্যবসায়িক প্রজ্ঞা, সৃষ্টিশীলতা ও দূরদর্শিতায় আগামীতে বাংলাদেশের জুয়েলারি শিল্প আরও সমৃদ্ধ হবে।

আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) বগুড়া জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

জুয়েলারি বিপ্লবের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করাসহ স্বর্ণ ব্যবসায়ীদের শক্তিশালী করতে সবাইকে বাজুসের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বক্তারা।

বাজুস বগুড়া জেলা শাখার সভাপতি মতলেবুর রহমান রাতুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাজুস স্ট্যান্ডিং অন ‘ল’ এন্ড মেম্বারশিপ এর ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, বাজুস সহ সম্পাদক মো. লিটন হাওলাদার, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ‘ল’ এন্ড মেম্বারশিপ সদস্য সচিব রিপনুল হাসান, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং সদস্য এনামুল হক সোহেল, প্রণব সাহা, বাজুস বগুড়ার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বাবু।

বক্তারা বলেন, বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীরের গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্বে জুয়েলারি শিল্পে প্রাণ ফিরেছে। তার নেতৃত্বে দেশ থেকে স্বর্ণ বিদেশে এক্সপোর্ট করা হবে, অন্ধকারে আলো জ্বালিয়েছে বাজুস সভাপতি, সংগঠনে গতি এনে দিয়েছেন তিনি।

শীঘ্রই বাজুসও হবে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের অন্যতম।  

বক্তারা আরও বলেন, দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের। স্বর্ণ শিল্প ঐতিহ্যবাহী শিল্প, ঐতিহ্য ফিরিয়ে আনাসহ স্বর্ণ ব্যবসায়ীদের এক ছাতার নিচে আনতে নিরলসভাবে কাজ করেছেন সায়েম সোবহান আনভীর। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। সবাইকে ঐক্যবদ্ধ করতেই বাজুস সভাপতির নেতৃত্বে আমরা সকলে কাজ করছি। আগামীতে বাজুসের নিবন্ধন ছাড়া কেউ বৈধভাবে স্বর্ণ ব্যবসা করতে পারবেন না। আমরা সবাই একসঙ্গে মিলেমিশে জুয়েলারি শিল্পের হারানো ঐতিহ্য ফিরে আনতে চাই। আমাদের নতুন নেতৃত্ব দেশের আইকন সায়েম সোবহান আনভীর জুয়েলারি ব্যবসায়ীদের জন্য ‘গোল্ড ব্যাংক’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। তরল সোনা রিফাইন করে বিদেশে রপ্তানির পরিকল্পনা করছেন। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এসব পরিকল্পনা বাস্তবায়ন করবো।  

অনুষ্ঠানে বাজুসকে নতুন আলোর দিশা দেওয়ায় বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশনের সভাপতি সায়েম সোবহান আনভীরের প্রতি সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান বগুড়ার নেতৃবৃন্দ।

সভায় জেলার বিভিন্ন উপজেলার বাজুস সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা আসন গ্রহণ করলে পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয়।