দুয়ার কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। আর ১২ দিন পর মাঠে গড়াবে বিশ্বের অন্যতম বড় এই ক্রীড়া আসর। কিন্তু প্রথম থেকেই কাতার বিশ্বকাপকে কেন্দ্র করে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘনসহ নানা বিতর্ক ছিলো। বিশ্বকাপের একেবারে অন্তিম মুহূর্তেও থেমে নেই বিতর্ক।
সুইস সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে ব্লাটার বলেন, ‘ওই সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম রাশিয়ায় ২০১৮ ও যুক্তরাষ্ট্রে ২০২২ বিশ্বকাপ আয়োজন করা হবে। এটা শান্তির প্রতি ইঙ্গিত হতো দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে পরপর বিশ্বকাপ আয়োজন করতে দেওয়া। কাতার দেশ হিসেবে খুবই ছোট।
নানা বিতর্ককে সঙ্গী করে অবশেষে ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাওয়ায় খুশি সাবেক ফিফা প্রেসিডেন্ট ব্লাটার। তবে কাতারে বিশ্বকাপ আয়োজন করা যে ভুল ছিল সেটি আবারও মনে করিয়ে দেন ব্লাটার।
তিনি বলেন, এখন বিশ্বকাপ প্রায় শুরুর পথে। আমি খুশি যে কিছু প্রত্যাশা থাকলেও কোন ফুটবলারই বিশ্বকাপ বয়কট করেনি। আমার কাছে এটা পরিষ্কার- কাতারকে স্বাগতিক করা ভুল ছিল। পছন্দটা খারাপ ছিল।
news24bd.tv/আলী