ওসাসুনা থেকে জয় নিয়েই ফিরল ১০ জনের বার্সা
ওসাসুনা থেকে জয় নিয়েই ফিরল ১০ জনের বার্সা

ওসাসুনা থেকে জয় নিয়েই ফিরল ১০ জনের বার্সা

অনলাইন ডেস্ক

আগের রাতে রায়ো ভায়োকানোর কাছে রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় বার্সেলোনার সামনে সুযোগ আসে বিশ্বকাপের আগে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপ বিরতিতে যাওয়ার পর। তবে আল সাদারে ৬ মিনিটে গোল হজম ও ৩১ মিনিটেই ১০ জনের দলে পরিণত হওয়ায় হার চোখ রাঙাচ্ছিল কাতালান ক্লাবটি। শেষ পর্যন্ত ওই ১০ জনের দল নিয়েই ওসাসুনার বিপক্ষে দারুণ এক জয় তুলে নিলো বার্সা।

মঙ্গলবার দিবাগত রাতে লা লিগায় পিছিয়ে পড়েও ওসাসুনার বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নেয় বার্সেলোনা।

বাস্ক অঞ্চলে খেলা পড়লেই কেমন যেন এলোমেলো হয়ে পড়ে বার্সেলোনা। একই চিত্র দেখা গেল আল সাদারেও। কিছু বুঝে ওঠার আগেই ম্যাচের নিয়ন্ত্রণ ওসাসুনার। রুবেন গার্সিয়ার কর্নার থেকে নিচু তবে শক্তিশালী হেডে বার্সা কিপার টের স্টেগানকে ফাঁকি দেন ডেভিড গার্সিয়া।

এ গোলে ভালো অবদান আছে আরেক গার্সিয়া উনাইয়েরও। কর্নাক থেকে আসা বলের উদ্দেশে তার দৌড়েই বার্সার রক্ষণ ভেঙে পড়ে। সে সুযোগটা কাজে লাগান ডেভিড।

গোল হজমের পর বার্সা বড় বিপদে পড়ে দুই হলুদে রবার্ট লেভানডস্কি লাল কার্ড দেখলে। ৩১ মিনিটে রেফারি গিল মানজানো তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন। আক্রমণভাগে দলের মূল অস্ত্র বিদায় নেওয়ায় প্রতিপক্ষের মাঠে হার উঁকি দিচ্ছিল বার্সাকে। তবে ১০ জনের দলে পরিণত হওয়ার পরই যেন জ্বলে ওঠে বার্সা। প্রথমার্ধে সমতা টানা সম্ভব না হলেও, বিরতি থেকেই ফিরেই পেদ্রি হাসি ফোটায় আল সাদারে উপস্থিত থাকা গুটিকয়েক বার্সা সমর্থকের মনে।

তবে সেই গোল পাওয়ার আগে আরও এক ফুটবলারকে হারায় বার্সেলোনা। বিরতির বাঁশি বাজার পর ক্যারিয়ারের শেষ ম্যাচে খেলতে নামার আশায় বেঞ্চে বসে থাকা জেরার্ড পিকে মাঠে এসে রেফারিদের সঙ্গে তর্কে জড়ান। লেভানডস্কিকে লাল কার্ড দেখানোসহ একাধিক বিতর্কিত সিদ্ধান্ত মেনে নিতে না পেরেই পিকে প্রতিবাদ জানান। এরপর তাকেও লাল কার্ড দেখানো হয়। ফলে ক্যারিয়ারের শেষ ম্যাচে মাঠে নেমে আর বিদায় নেওয়া হয়নি তার।

সেই ঘটনার পর দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে পাল্টা আক্রমণে উঠে জর্দি আলবা ডি বক্সে বল বাড়িয়েছিলেন ফেরান তোরেসের উদ্দেশে। দুই ডিফেন্ডারের কড়া পাহারায় ফেরান বলে পা লাগাতে না পারলেও, প্রতিপক্ষের পায়ে লেগে বল চলে যায় সামনে থাকা পেদ্রির কাছে। ঠাণ্ডা মাথায় জটলার মধ্যে থেকেই জাল খুঁজে নেন পেদ্রি। স্কোরলাইনে সমতা ফেরার পর ওসাসুনা চাপ বাড়ায় ১০ জনের বার্সার ওপর। তবে বদলি হয়ে নেমে রাফিনিয়া গড়ে দেন ম্যাচের ব্যবধান।

কৌশলে বদল এনে কিছু সময়ের জন্য মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে রক্ষণে পাঠিয়ে দেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। সেই ডি ইয়ং-ই নিজেদের অর্ধ থেকে দুর্দান্ত এক পাশে খুঁজে নেন রাফিনিয়াকে। উড়ন্ত বল নিয়ে রাফিনিয়াকে কারিকুরি করতে হয়নি। ৮৫ মিনিটে তার দর্শনীয় হেডে বল প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চলে যায় জালে। ম্যাচে এগিয়ে যায় বার্সা।

ওসাসুনাকে স্তব্দ করে দেওয়া গোলের পর বার্সা দাঁতে দাঁত চেপে আর কোনো গোল হজম না করতে লড়ে যায়। সফলও হয় অতিথিরা। তুলে নেয় পূর্ণ ৩ পয়েন্ট। ফলে ১৪ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে থেকে লিগের শীর্ষস্থান পোক্ত করলো ক্লাবটি। এক ম্যাচে কম খেলা রিয়ালের পয়েন্ট ৩২। ওসাসুনা ১০ জনের বার্সাকে হারাতে পারলে উঠে আসতে পারতো পয়েন্ট টেবিলের তিনে। উল্টো হেরে যাওয়ায় ২৩ পয়েন্ট নিয়ে দলটি নেমে গেছে ছয়ে।

news24bd.tv/সাব্বির