প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে বিশ্বকাপ বিরতিতে গেল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার দিবাগত রাতে জার্মান বুন্দেসলিগায় সার্জ নাব্রির হ্যাটট্রিকে ওয়ের্ডার ব্রেমেনকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। এ নিয়ে লিগে ঘরের মাঠে খেলা শেষ চার ম্যাচের সবকটিতেই অন্তত চারটি করে গোলের কীর্তি দেখাল বাভারিয়ানরা।
আলিয়াঞ্জ অ্যারেনায় ছয় মিনিটে গোল উৎসবের শুরু করেন জামাল মুসিয়ালা।
৪-১ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া বায়ার্নের হয়ে পঞ্চম গোলটি আসে নাব্রির পা থেকে। ৮২ মিনিটে সেই গোলে হ্যাটট্রিক পূরণ করেন এই জার্মান ফরোয়ার্ড। মিনিটখানেক পর ব্রেমেনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মাথিস টেল।
এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বিরতিতে যাচ্ছে বায়ার্ন। ১৪ ম্যাচ শেষে দলটির ঝুলিতে এখন ৩১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা ফ্রেইবুর্গের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান চার।
news24bd.tv/সাব্বির