বৃষ্টি আইনে বাংলাদেশক এ দলকে ৫৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে তামিলনাড়ু একদাশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত রাজ্য দল এগিয়ে ২-০ ব্যবধানে।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে লড়াই করেও শেষ পর্যন্ত হারতে হয়েছিল মোহাম্মদ মিঠুনের দলকে। ঘুরে দাঁড়ানোর দ্বিতীয় ম্যাচে পাত্তায় পায়নি এ দল।
মঙ্গলবার বাংলাদেশ হেরে গিয়েছে এক শাহরুখ খানের কাছেই। টসে হেরে ব্যাট করতে নেমে শাহরুখ খানের ৬৯ বলে ১০০ রানের হার না মানা ইনিংসে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৪৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৬ রান সংগ্রহ করে তামিলনাড়ু একাদশ। সূর্য প্রকাশ ৪২ ও সাঁই সুদর্শনের ব্যাটে আসে ৪০ রান।
এইদিন ফের ব্যর্থ মাহমুদুল হাসান জয়। এইদিনও ফিরেছেন কোনো রান না করেই। ভারত সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ মিলিয়ে শেষ তিন ইনিংসেই আউট হয়েছেন শূন্য রানে। জয় ফিরে গেলেও ৫৬ রানের জুটি গড়েন এনামুল হক বিজয় ও সাইফ হাসান। তবে ২০ রান করে বিজয় ও ৩০ করে সাইফ ফিরলে দ্রুত আরো ২ উইকেট হারায় বাংলাদেশ। মিথুন ১ ও মুমিনুল ফেরেন ৬ রানে।
৬৭ রানে ৫ উইকেট হারানোর পর তাইজুল ইসলামকে সাথে নিয়ে দলীয় ১০০ রানের মাইলফলক পাড়ি দেন তৌহিদ হৃদয়। তাইজুল ১৬ রানে ফিরে গেলে জাকির আলিকে নিয়ে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটি গড়েন হৃদয়। তবে তখন ফের বৃষ্টি নামলে থেমে যায় খেলা। ৪০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান তখন স্কোরবোর্ডে। এরপর আর বৃষ্টির কারণে খেলা মাঠে না গড়ালে ৫৮ রানে জয়ী ঘোষণা করা হয় তামিলনাড়ুকে। তৌহিদ হৃদয় ৭৩ ও জাকির ৩৬ রানে অপরাজিত ছিলেন।
news24bd.tv/আমিরুল