ফাইনালে ওঠার লড়াইয়ে টসে জিতে আগে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
ফাইনালে ওঠার লড়াইয়ে টসে জিতে আগে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

সংগৃহীত ছবি

ফাইনালে ওঠার লড়াইয়ে টসে জিতে আগে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

সেমিফাইনালের মহা-গুরুত্বপূর্ণ টসে জিতে আগে পাকিস্তানকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড। দলে কোনো পরিবর্তন করেনি কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। বাবর আজমও আস্থা রেখেছেন বাংলাদেশকে হারানো একাদশে।

এর আগে গ্রুপপর্বে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।

শুরুতে ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে হেরে বসা দলটিই শেষ পর্যন্ত উঠে যায় সেমিফাইনালে। তার আগে নেদার‌ল্যান্ডসের বিপক্ষে হেরে সেমির কঠিন রাস্তা সহজ করে যান সাউথ আফ্রিকা।

সেই পাকিস্তান এখন টেক্কা দিতে প্রস্তুত নিউজিল্যান্ডকে। অন্যদিকে গ্রুপপর্বে দারুণ খেলে সেমিতে পা রেখেছে কেন উইলিয়ামসনের দল।

গ্রুপপর্বের ৩টি ম্যাচে জয় তুলেছে তারা। হেরেছে কেবল ইংলিশদের বিপক্ষে। মাঝে আর একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে আফগানিস্তানের সাথে ভাগ করতে হয়েছে একটি পয়েন্ট। তাতে গ্রুপসেরা হয়েই সেমিতে পা রাখে কিউইরা।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান,বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস,শান মাসুদ,ইফতিখার আহমেদ,শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র,  নাসিম শাহ, হারিস রউফ, শাহীন আফ্রিদি।

news24bd.tv/আমিরুল