চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে লক্ষ্য পেল পাকিস্তান। অধিনায়ক কেন উইলিয়ামসন ও ড্যারেল মিচেলের ৬৮ রানের জুটিতে ভর করে ১৫২ রান করে কিউইরা। ফলে ফাইনালের টিকিট পেতে পাকিস্তানের লক্ষ্য ১৫৩ রান।
বুধবার (৯ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সেমিফাইনালের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেই গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড।
ওয়ান ডাউনে নামা গ্লেন ফিলিপসও বেশি দূর এগুতে পারেননি। ৮ বল মোকাবেলা করে মাত্র ৬ রান করেন সাজঘরে ফেরেন তিনি। ফলে দলীয় পঞ্চাশ রানের আগেই তিন উইকেট হারিয়ে হোঁচট খায় নিউজিল্যান্ড। এরপর ইনিংস মেরামতের কাজ সারেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও মিডল অর্ডার ব্যাটার ড্যারেল মিচেলে। তাদের ৫০ বলে ৬৮ রানের জুটিতে দলীয় একশ ছাড়ায় কিউইরা।
দলীয় ১১৭ রানে অধিনায়ক কেন উইলিয়ামসন শাহিন শাহ আফ্রিদির দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন। তার আগে ৪২ বলে ৪৬ রান করেন উইলিয়ামসন। তবে মিচেল শেষ পর্যন্ত টিকে থেকে দলকে দেড়শ রানে পৌঁছাতে সাহায্য করেন। তার ৩৫ বলে তিন বাউন্ডারি ও এক ছক্কায় ৫৩ রানে ভর করে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান স্কোর বোর্ডে জমা করে নিউজিল্যান্ড। শেষ দিকে জিমি নিসামও ঝড় তোলেন। তিনি ১২ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন।
বোলিংয়ে পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ২৪ রানে দুই উইকেট পেয়েছেন। এছাড়া মোহাম্মদ নওয়াজ ও শিকার করেন ১টি করে উইকেট।
news24bd.tv/হারুন