দুর্ঘটনার শিকার বাসের ভেতর থেকে কোনো রকমে বেরিয়ে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করেন এক যাত্রী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। জীবিত উদ্ধার করা হয় ১২ যাত্রীকে।
ঘটনাটি ঘটেছে বুধবার (৯ নভেম্বর) ভোর সাড়ে তিনটায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহীপালের কাছে।
৯৯৯-এ ফোন পেয়েই সেটি ট্রান্সফার করা হয় ফেনী জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং ফেনী ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে। পরবর্তীতে ৯৯৯ ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার হানজালাল এবং পুলিশ ডিসপাচার এসআই মিরাজ উদ্দীন কলার এবং সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।
এরপর ফেনী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এবং মহীপাল হাইওয়ে থানার পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে এবং জীবিত অবস্থায় ১২ জন যাত্রীকে উদ্ধার করে। দুর্ঘটনায় তিন জন ঘটনাস্থলে নিহত হয়। আহত এবং নিহতদের হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনাস্থলে ঢাকা মুখী সড়কে মেরামত কাজের জন্য বন্ধ ছিলো বিধায় চট্টগ্রামমুখী সড়ক দিয়ে উভয় মুখী গাড়ি চলাচল করছিল।
ফায়ার সার্ভিস উদ্ধারকারী দলের নেতৃত্ব দেয়া উপ সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বিষয়টি নিশ্চিত করেন।
news24bd.tv/FA