বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগুন নিয়ে খেলার কথা বলে আওয়ামী লীগ আসলে নাটক করছে। তারাই বিগত দিনে আগুন নিয়ে খেলা করেছে।
বুধবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় এসব বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, যারা এসবের সাথে জড়িত সব ডকুমেন্ট আছে বিএনপির হাতে।
এসময় তিনি আরও বলেন, যাদের সাথে লক্ষ লক্ষ মানুষ আছে তাদের আগুন নিয়ে খেলতে হবে না। যাদের সাথে কেউ নেই আগুন নিয়ে খেলা তাদের। বাংলাদেশে বিপ্লব শুরু হয়ে গেছে।
news24bd.tv/FA