‘বুড়ো’ মদ্রিচের নেতৃত্বেই কাতার যাচ্ছে ক্রোয়েশিয়া
‘বুড়ো’ মদ্রিচের নেতৃত্বেই কাতার যাচ্ছে ক্রোয়েশিয়া

বিশ্বকাপ দল ঘোষণা ক্রোয়েশিয়ার

‘বুড়ো’ মদ্রিচের নেতৃত্বেই কাতার যাচ্ছে ক্রোয়েশিয়া

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করলো ক্রোয়েশিয়া। আজ বুধবার ২৬ সদস্যর দল ঘোষণা করে গত বিশ্বকাপের ফাইনাল খেলা দলটি। শেষ বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা ৩৭ বছরের লুকা মদ্রিচ ক্রোয়েশিয়াকে নেতৃত্ব দিবেন। জলাতকো দালিচের ঘোষিত দলে জায়গা হয়েছে ইউরোপিয়ান ফুটবল মাতানো মার্সেলো ব্রোজোভিচ, ইভান পেরিসিচ এবং মাতেও কোভাসিচের।

 

রাশিয়া বিশ্বকাপের পর ক্রোয়েশিয়ার বেশ কয়েকজন তারকা ফুটবলার জাতীয় দল থেকে অবসর নেন। ফলে কাতারে বেশ কয়েকটি পরিবর্তন নিয়েই যাচ্ছে ক্রোয়াটরা। এবারের বিশ্বমঞ্চে তারা পাবে না ইভান রাকিটিচ, দানিজেল সুবাসিচ এবং মারিও মানজুকিচদের সার্ভিস।

দালিচের দলে চমকও আছে।

বিশ্বকাপ দলে রাখা হয়নি রেঞ্জার্স ফরোয়ার্ড আন্টোনিও কোলাককে। দালিচ বিশ্বকাপ দলে রেখেছেন ছয় ফরোয়ার্ডকে। মিডফিল্ডই দলটির শক্তির মূল জায়গা বলে সেখানে রাখা হয়েছে আট ফুটবলার। তিন গোলরক্ষকের সঙ্গে রক্ষণে সুযোগ পেয়েছেন মোট ৯ ফুটবলার।

রাশিয়া বিশ্বকাপের ফ্রান্সের কাছে হেরে শিরোপা স্বপ্ন বিসর্জন দেওয়া ক্রোয়েশিয়া তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী ২৩ নভেম্বর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। এফ-গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ বেলজিয়াম এবং কানাডা। বিশ্বকাপ অভিযান শুরুর আগে আগামী ১৬ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে ক্রোয়াটরা।

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল

গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ইভিকা ইভুটিচ, ইভো গ্রবিচ।  
ডিফেন্ডার: ডোমাগোজ ভিদা, ডেয়ান লভরেন, বোরনা বারিটিচ, ইয়োসিপ জুরানোভিচ, জোটকো গভারডিয়োল, বরনা সোসা, ইয়োসিপ স্টানিটিচ, ইয়োসিপ সুটালো।
মিডফিল্ডার: লুকা মদ্রিচ, মাতেও কোভাসিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও পাটালিচ, নিকোলা ভ্লাটিচ, লোভরো মায়ের, ক্রিস্টিয়ান জাকিচ, লুকা সুডিচ।
ফরোয়ার্ড: ইভান পেরিটিচ, আন্দ্রেজ ক্রামারিচ, ব্রুনো পেটকোভিচ, মিসলাভ ওরটিচ, আন্তে বুদিমির এবং মার্কো লিভাজা।

news24bd.tv/সাব্বির