যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান দলের মধ্যে লড়াই জমে উঠেছে। সিনেটে ডেমোক্র্যাটিক দল এগিয়ে থাকলেও কংগ্রেসে এগিয়ে রিপাবলিকান দল। এদিকে প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসন দখল করতে পারিনি কোনো দলই।
বুধবার (৯ নভেম্বর) ফল ঘোষণা শুরু হওয়ার পর থেকে কোন দল কংগ্রেসের নিয়ন্ত্রণ পাচ্ছে তা স্পষ্ট হচ্ছে না।
সর্বশেষ তথ্য অনুযায়ী, সিনেটের ১০০ আসনের মধ্যে ৪৮টি ডেমোক্র্যাটিক এবং ৪৭টি রিপাবলিকানদের দখলে গেছে। যদিও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ৫০টি আসন প্রয়োজন হয়।
অন্য দিকে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটিকরা জয় পেয়েছে ১৭৩টি আসনে এবং রিপাবলিকানরা ১৯৯টি আসনে। এখানেও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন।
ঘোষিত ফলাফলের মধ্যে ডেমোক্র্যাটিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জয় হলো পেনসিলভানিয়ায়। এই সিনেট আসনে রিপাবলিকান প্রার্থীকে হারিয়েছেন দলটির নেতা জন ফেটারম্যান।
এদিকে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি আশা করছেন তিনি পরিষদের স্পিকারের দায়িত্ব পেতে পারেন। তিনি বলেছেন, কাল আমরা হব সংখ্যাগরিষ্ঠ এবং ন্যান্সি পেলোসি হবেন সংখ্যালঘু।
এদিকে মধ্যবর্তী নির্বাচনে দুটি বিষয় ভোটারদের প্রভাবিত করেছে। প্রথমত মাত্রাতিরিক্ত মুদ্রাস্ফিতির কারণে ভোটাররা মার্কিন প্রেসিডেন্টের দল ডেমোক্র্যাটিক পার্টির বিপক্ষে রায় দিয়েছেন। অন্যদিকে গর্ভপাত নিষিদ্ধ করায় ভোটারদের অনেকেই রিপাবলিকান পার্টির বিপক্ষে অবস্থান নিয়েছেন বলে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
news24bd.tv/হারুন