টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের জুটি বাটলার-হেলস

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের জুটি বাটলার-হেলস

অনলাইন ডেস্ক

বড় ম্যাচ, বড় লক্ষ্য, প্রতিপক্ষ শক্তিশালী ভারত- কোনোকিছুই দমাতে পারেনি ইংল্যান্ড ওপেনারদের। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মতো মঞ্চে ভারতীয় বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন জস বাটলার ও অ্যালেক্স হেলস। কোনো উইকেট না হারিয়েই ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড।

বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হয় ইংল্যান্ড।

অ্যাডিলেড ওভালের ম্যাচে প্রথম ইনিংস শেষে ইংলিশদের ১৬৯ রানের চ্যালেঞ্জ দেয় ভারত। ২৪ বল হাতে রেখে ১০ উইকেটে সে ম্যাচ জিতেছে জস বাটলারের দল।

হেলস বাটলারের ওপেনিং জুটি অবিচ্ছিন্ন ১৭০ রানের। টি-টোয়েন্টি বিশ্বকাপে রান তাড়ায় যেকোনো উইকেটেই এটি সর্বোচ্চ।

আগের সর্বোচ্চ ছিল বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ১৫২*, সেটিও এসেছিল ভারতের বিপক্ষেই, গত বিশ্বকাপে।

news24bd.tv/ইস্রাফিল