বিশ্বকাপে কোন দলের পকেটে কত টাকা যাবে 

সংগৃহীত ছবি

বিশ্বকাপে কোন দলের পকেটে কত টাকা যাবে 

অনলাইন ডেস্ক

আর মাত্র ৯দিন পর মাঠে গড়াবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। আসন্ন কাতার বিশ্বকাপ নিয়ে চলছে তুমুল আলোচনা। শুরু হয়েছে বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী দেওয়া। ফুটবল প্রেমিদের মধ্যে আলোচনার বিষয় একটাই- কে জিতবে বিশ্বকাপ? কে হবে সেরা? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স কি পারবে ট্রফি ধরে রাখতে? নাকি ব্রাজিল পু্রণ করতে তাদের হেক্সা মিশন অথবা আর্জেটিনা মেটাবে তাদের ট্রফি খরা।

ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দেশে কাতারে যাওয়া শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো।  

আগামী ২০ নভেম্বর মাঠে গড়াবে ইতিহাসের সবচেয়ে খরুচে আসরটি। এদিন স্বাগতিক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর।  

বিশ্বকাপের এবারের আসরের চ্যাম্পিয়ন দল সোনালী ট্রফির পাশাপাশি পাবে বিশাল অঙ্কের অর্থ।

যার পরিমাণও আকাশ ছোঁয়া। জেনে নেয়া যাক ফিফা বিশ্বকাপের ২২তম আসরে কোন দল কত টাকা পাবে!

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক প্রতিবেদনে জানা গেছে, কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি পাবে ৩৮ মিলিয়ন ইউরো। যা বাংলাদেশি টাকায় ৪০৪ কোটি ২৪ লাখেরও বেশি।  

রানার্সআপ দলের অর্থের পরিমাণটাও কম না। শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হলেও  পাবে ২৭.২৭ মিলিয়ন ইউরো। যার পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ২৯০ কোটি।

 আরও পড়ুন : ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতবে আর্জেন্টিনা, গোল্ডেন বুট মেসির

এছাড়াও তৃতীয় স্থানে থাকা দলটির জন্য বরাদ্ধ ২৪.৪৫ মিলিয়ন ইউরো বা ২৬০ কোটি টাকা প্রায়। চতুর্থ হওয়া দলের হাতে উঠবে ২২.৬৪ মিলিয়ন ইউরো বা ২৪০ কোটি টাকা প্রায়।  

শেষ আটের লড়াইয় থেকে ছিটকে যাওয়া দলগুলো পাবে ১৫.৪০ মিলিয়ন ইউরো বা ১৬৩ কোটি ৮২ লাখ ৫২ হাজার টাকা প্রায় (কোয়ার্টারের প্রতিটি দলের জন্য)। শেষ ষোলো থেকে বিদায় নেয়া প্রতিটি দলের জন্য বরাদ্ধ থাকবে ১১.৭ মিলিয়ন ইউরো বা ১২৪ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা করে।

বিশ্বকাপ এমনই এক সোনার হরিণ, যেখানে সবকিছু হাতছানি দেয়। তবে, অর্থ-বিত্তের চেয়ে তারকাদের কাছে গুরুত্বপূর্ণ ওই সোনালি গোলক, যার ছটা তাঁদের এনে দিতে পারে অমরত্ব।

news24bd.tv/আলী