দ.কোরিয়ায় হ্যালোইন পার্টিতে নিহতের ঘটনায় তদন্তকারীর মরদেহ উদ্ধার
দ.কোরিয়ায় হ্যালোইন পার্টিতে নিহতের ঘটনায় তদন্তকারীর মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

দ.কোরিয়ায় হ্যালোইন পার্টিতে নিহতের ঘটনায় তদন্তকারীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন পার্টিতে ১৫৬ জন নিহত হন। সেই ঘটনায় তদন্তদের দায়িত্ব পান পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তা জিওং। শুক্রবার (১১ নভেম্বর) রাতে ৫৫ বছর বয়সী ওই তদন্তকারী কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।  সিউলে ওই কর্মকর্তার নিজ বাড়িতে মরদেহ উদ্ধার করা হয় বলে দেশটির পুলিশের পক্ষ থেকে জানিয়েছে।

 

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরিবারের একজন সদস্য সিউলে নিজ বাড়িতে ওই কর্মকর্তা মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।

জানা যায়, গত ২৯ অক্টোবর স্থানীয় সময় রাত ১১টার দিকে ইথেওয়ান শহরের হ্যালোইন পার্টিতে জড়ো হন এক লাখেরও বেশি মানুষ। অনুষ্ঠানে এক তারকা উপস্থিত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার পরপরই শুরু হয় হুড়োহুড়ি।

সরু রাস্তায় অতিরিক্ত ভিড়ে চাপা পড়েন বহু মানুষ। এতে দেড় শতাধিক মানুষের মৃত্যু এবং প্রায় দুই শতাধিক মানুষ আহত হয়।

জিওংকে ওই ভয়াবহ ঘটনার তদন্তের ভার দেওয়া হয়। তবে ৯ নভেম্বর ওই ঘটনার পেছনে পুলিশের ব্যর্থতা ধামাচাপা দেওয়ার অভিযোগে তাকে বরখাস্ত করা হয়।

news24bd.tv/হারুন