খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেন
খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেন

সংগৃহীত ছবি

খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেন

অনলাইন ডেস্ক

রাশিয়া খেরসন ছেড়ে যাওয়ার পরপরই অঞ্চলটি দখলে নিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনীয় স্পেশাল সার্ভিসের ইউনিট খেরসনে প্রবেশ করেছে। খবর এপির।

জাতির উদ্দেশে দেয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আমাদের সেনাবাহিনী খেরসনে দিকে আগাচ্ছে।

ইতিমধ্যে স্পেশাল ইউনিট খেরসনে প্রবেশ করেছে।  
এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, খেরসন থেকে সেনা প্রত্যাহার সম্পূর্ণ হয়েছে। খেরসন ছাড়ার সময় রাশিয়া সামরিক সরঞ্জাম ফেলে গেছে, ইউক্রেনের এমন দাবি অস্বীকার করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বলেছে, ৩০ হাজার সেনা তাদের ব্যবহৃত সব সরঞ্জাম নিয়ে গেছে, কিছুই ফেলে যায়নি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, রাশিয়ান বাহিনী খেরসন ছেড়ে যাওয়ার সময় কিছু বাসিন্দা ইউক্রেনের পতাকা নিয়ে উল্লাস করছেন। খেরসন স্কোয়ারে ইউক্রেনীয় পতাকা ওড়াতে দেখা গেছে তাদের।

জেলেনস্কি অভিযোগ করে বলেন, খেরসন ছেড়ে যাওয়ার আগে সেখানে মাইন রেখে গেছে রাশিয়ান বাহিনী।

এক বিবৃতিতে রশিয়ান সেনাদের উদ্দেশ্য করে গোয়েন্দা সংস্থা বলেছে, আপনাদের ভাগ্যের ওপর ছেড়ে গেছে আপনাদের কর্তৃপক্ষ। এখনো খেরসনে থেকে যাওয়া রশিয়ান সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।  

যুদ্ধ শুরু পরপরই ইউক্রেনের গূরুত্বপূর্ণ এই শহর দখল করে নেয় রাশিয়। পরে গণভোটের পর খেরসনকে নিজেদের সাথে যুক্ত করে নেয় মস্কো।  

এদিকে রাশিয়ার সেনা প্রত্যাহারকে ইউক্রেনের জয় হিসেবে দেখছে পশ্চিমা জোটের নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এক টুইট বার্তায় ইউক্রেনকে স্যালুট জানিয়েছেন।  

তবে খেরসন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

news24bd.tv/আজিজ

এই রকম আরও টপিক