বগুড়ায় বিলিয়ার্ড খেলাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুনায়েদ আল হাবিব বিপুল (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের নামাজগড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বিপুল শহরের বাদুরতলা এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম।
তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
news24bd.tv/আজিজ