চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরীফুল রাজের ছেলের ৩ মাস পূর্ণ হয়েছে। ছেলের জন্মের ৩ মাস পূর্তিতে শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেজবুকে একটি ছবি পোস্ট করেছেন পরীনমি।
ক্যাপশনে লেখেন, 'আমাদের ছেলের তিন মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ। Happy three months Baajaan।
গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমনি। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।
এদিকে, সম্প্রতি পরীমনি-রাজ-মিমকে ঘিরে সরগরম নেটদুনিয়া। স্বামী শরিফুল রাজ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্ক থাকার ইঙ্গিত দিয়েছেন পরীমনি।
বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুকে পরীমনি মীমকে ট্যাগ করে স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকার কথা বলেছেন। সেখানে তিনি মিম ও রাজের দুই ছবির পরিচালক রায়হান রাফিকে 'দালাল' বলে আখ্যা দেন।
মিমকে ট্যাগ করে পরীমনি লেখেন, 'মিম, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। '
অন্যদিকে রাফিকে ট্যাগ করে পরীমনি লেখেন, 'সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি। '
আরও পড়ুন: এবার পরী-মিম-রাজ ইস্যুতে মুখ খুললেন জায়েদ খান
মিম, নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল: পরীমনি
আজ রাজ-পরীর সঙ্গে হকি খেলার সুযোগ পাবেন ভক্তরা
আর চিত্রনায়ক স্বামী রাজের উদ্দেশে পরী লেখেন, 'এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয় নাই তোমার। '
news24bd.tv/রিমু