রাঙামাটির কাপ্তাই হ্রদে মারাত্মক আকার ধারণ করেছে কচুরিপানা। কচুরিপানার জঞ্জালের কারণে হুমকিতে পড়েছে মৎস্য উৎপাদন, লঞ্চ ও নৌ যোগাযোগ ব্যবস্থা। ভেসে বেড়ানো এসব কচুরিপানায় আটকা পড়ে বোটের ইঞ্জিন বিকল হয়ে স্থানীয়দের পাশাপশি বিপাকে পড়ছেন পর্যটকরাও।
সরেজমিনে দেখা যায়, ঘন কচুরিপানায় ভরে আছে কাপ্তাই হৃদ।
এসব কচুরিপানা দ্রুত অপসারণের দাবি জানান স্থানীয়রা।
অন্যদিকে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, ৭২৫ বর্গ কিলোমিটার কাপ্তাই হ্রদের কচুরিপানাকে কৃষি সম্পদে পরিণত করতে পরিকল্পনা নেয়া হচ্ছে।
news24bd.tv/আজিজ