ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ খেরসন অঞ্চল ছেড়ে গেছে রুশ বাহিনী। রুশ বাহিনী খেরসন ছেড়ে যাওয়ার ২৪ ঘণ্টায় সাতটি সেতু ধ্বংস অবস্থায় পাওয়া গেছে। এসব সেতুর স্যাটেলাইট ছবি সংগ্রহ এবং বিশ্লেষণ করেছে মাক্সার টেকনোলজিস। খবর সিএনএনের।
প্রকাশিত সেসব ছবিতে দেখা যায়, ক্ষতিগ্রস্ত দুটি সেতুর মধ্যে একটি রেল সেতু। এটি কাখোভকাতে বাঁধের উপরে অবস্থিত। খেরসন শহরের দক্ষিণ-পূর্বে অবস্থিত আন্তোনিভস্কি সড়ক সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল আগেই। কিন্তু এখন এখন পুরোপুরি বিধ্বস্ত।
বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে খেরসনের দবিবকাতে ইনহুলসেটস নদী পার হওয়া আরেকটি সেতু। রুশ বাহিনীর প্রবেশ ওই সেতু ধরে চোখে পড়ার মতো ছিল।
ম্যাক্সার জানিয়েছে, কাখোভকা বাঁধের পূর্বাঞ্চলে অবস্থিত দুটি সেতু ধ্বংস হয়েছে। খেরসনের গুরুত্বপূর্ণ এসব সেতু ধ্বংসের পেছনে কারা দায়ী তা স্পষ্ট নয়।
এ ব্যাপারে বক্তব্য পাওয়া যায়নি ইউক্রেন ও রাশিয়ার। খেরসন অঞ্চলের দনিপ্রো নদীর পশ্চিম থেকে রুশ বাহিনী পিছু হটলে এমন তাণ্ডবের বিষয়টি সামনে এনেছে ম্যাক্সার।
খেরসন শহর থেকে রুশ সেনা প্রত্যাহারের পর গতকাল শুক্রবারই অঞ্চলটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনীয় বাহিনী শহরে প্রবেশের পর উল্লাসে মেতেছেন স্থানীয়রা।
news24bd.tv/মামুন