চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলন
চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলন

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে সমাবেশ করছে আন্দোলনকারীরা। 'চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম' -এর ব্যানারে এই সমাবেশে যোগ দিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শনিবার (১২ নভেম্বর) সমাবেশে আন্দোলনকারীরা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বয়সসীমা ৩৫ থেকে ৪০ বছর, অনেক দেশে কোনো বয়সসীমাই নেই। সেখানে বাংলাদেশে ৩০ বছর রাখা যুবকদের জন্য প্রহসন।

তারা বলেন, করোনা এবং সেশন জটে অনেক শিক্ষার্থী ক্যারিয়ার নিয়ে হুমকির মধ্যে আছে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বয়সসীমা বৃদ্ধির অঙ্গীকার ছিল, কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। এসময় আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি জানান।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক