চুয়াডাঙ্গার দর্শনায় ঢাকাগামী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতিসহ ছয় দফা দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) বেলা ৩টায় দর্শনা রেলবাজার ফুলতলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন 'দর্শনার জন্য আমরা' এবং দর্শনা প্রেসক্লাবের আয়োজনে গণসমাবেশে সভাপতিত্ব করেন দর্শনার জন্য আমরা'র আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবু। উপস্থিত ছিলেন দর্শনা প্রবীণ কমিটির উপদেষ্টা মো. খালেকুজ্জামান, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান ও দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন প্রমুখ।
এর আগে বিভিন্ন সংগঠন শহরে মিছিল করে সমাবেশস্থলে সমবেত হয়। গণসমাবেশে দর্শনার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন একাত্মতা প্রকাশ করে।
news24bd.tv/FA