উদযাপিত হল অপারেশন সুন্দরবন চলচ্চিত্র মুক্তির ৫০তম দিন। কারওয়ান বাজারের রেড মিডিয়া সেন্টারের কেক কেটে দিনটি উদযাপন করা হয়। এসময় সিনেমা সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শনিবারের (১২ নভেম্বর) আয়োজনে প্রধান আকর্ষণ ছিলেন চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করা নায়ক সিয়াম এবং নায়িকা নুসরাত ফারিয়া।
আয়োজনে তারা দর্শকদের ভালোবাসায় সিক্ত অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময় চলচ্চিত্রের প্রযোজক দীপঙ্কর দীপন চলচ্চিত্রের সাফল্যের জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিনেমা সংশ্লিষ্টরা জানান, হলে গিয়ে যেসব দর্শক ছবিটি দেখেছেন সেসব দর্শকদের মধ্য হতে ২০টি আইফোন জেতার র্যাফেল ড্র এর তারিখ ঘোষণা করা হবে।
news24bd.tv/FA