জিতলেই প্রথমবারের মতো টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। এমন সমীকরণে ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারে সাকিব আল হাসানের দল। বড়দের ভুত এবার চেপে বসেছে ছোটদের ঘাড়েও। পাকিস্তানের বিপক্ষে ১২৮ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হেরেছে অনূর্ধ্ব-১৯ দল।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করে তিনটি অর্ধশতক পান পাকিস্তান ব্যাটাররা। মোহাম্মদ তৈয়ব আরিফের ৯৮ বলে ৬৬, আরাফাত মিনহাসের ৪১ বলে ৫৭ ও শাওয়াইজ ইরফানের ৩৯ বলে ৫১ রানে ভর করে ৮ উইকেট খরচায় ২৪২ রান করে পাকিস্তান যুবারা।
জবাব দিতে নেমে পাকিস্তান বোলারদের আগ্রাসী বোলিংয়ে সামনে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের যুবারা।
সিরিজ নির্ধারনি শেষ ম্যাচ আগামী ১৪ নভেম্বর। এই মাঠেই ফের মুখোমুখি হবে দু’দল।
news24bd.tv/ আমিরুল