ফিফা ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াবে আর মাত্র ৮ দিন পর। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে অনেক দলের বিশ্বকাপ স্কোয়াড। অবশেষে দল ঘোষণা করেছে সৌদি আরব। সৌদি মিডফিল্ডার সালমান আল ফারাজ চোটে থাকলেও তাকে নিয়েই দল ঘোষণা করেছে সৌদি।
অবশ্য মূল ম্যাচ শুরুর আগেই সালমান ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী সৌদি কোচ হার্ভে রেনাঁ।
সামাজিক মাধ্যম টুইটারে প্রকাশিত সৌদি দলের এক ভিডিওতে হার্ভে জানান, 'সালমানকে নিয়ে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম।
বিশ্বকাপের সৌদি দল
গোলরক্ষক : মোহাম্মদ আল-ওয়াইস (আল-হিলাল), নাওয়াফ আল-আকিদি (আল-নাসর), মোহাম্মদ আল-ইয়ামি (আল-আহলি)
ডিফেন্ডার : ইয়াসির আল-শাহরানি (আল-হিলাল), আলী আল-বুলাইহি (আল-হিলাল), আবদুল্লাহ আল-আমরি (আল-নাসর), আবদুল্লাহ মাদু (আল-নাসর), হাসান তাম্বকতি (আল-শাবাব), সুলতান আল -ঘানম (আল-নাসর), মোহাম্মদ আল-ব্রেক (আল-হিলাল), সৌদ আবদুলহামিদ (আল-হিলাল)
মিডফিল্ডার: সালমান আল-ফারাজ (আল-হিলাল), রিয়াদ শারাহিলি (আভা), আলী আল-হাসান (আল-নাসর), মোহাম্মদ কান্নো (আল-হিলাল), আবদুল্লাহ আল-মালকি (আল-হিলাল), সামি আল-নাজেই (আল-নাসর), আবদুল্লাহ ওতাইফ (আল-হিলাল), নাসের আল-দাওসারী (আল-হিলাল), আবদুল রহমান আল-আবউদ (ইত্তিহাদ), সালেম আল-দাওসারী (আল-হিলাল), হাতান বাহেবরি (আল-শাবাব)
ফরোয়ার্ড : ফাহাদ আল-মুওয়াল্লাদ (আল-শাবাব), হাইথাম আসিরি (আল-আহলি), সালেহ আল-শেহরি (আল-হিলাল) ফিরাস আল-বুরাইকান (আল-ফাতেহ)।
news24bd.tv/আলী