কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি এখন যতই বলুক নির্বাচনে আসবে না– সময় হলে তারাসহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে। তিনি বলেন, ২০২৩ সালে দেশে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার এ বিষয়ে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে।
শনিবার (১২ নভেম্বর) রাজধানীর নটরডেম কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, যে কোনো মূল্যে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে।
সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিএনপি নাশকতা করতে চাইলে কঠোরভাবে মোকাবিলা করা হবে। জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায়। সরকারের মৌলিক দায়িত্ব রাজনৈতিক-সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা। সরকার যে কোনও মূল্যে এটি করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, আর্চবিশপ বিজয় এন ডিক্রুজ, কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, কারিতাসের প্রেসিডেন্ট জেমস রমেন বৈরাগী, নির্বাহী পরিচালক সেবাস্তিয়ান রোজারিও, বিশিষ্ট শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী প্রমুখ।
news24bd.tv/FA