মালয়েশিয়ার অর্থনীতি বেড়েছে ১৪.২ শতাংশ 

সংগৃহীত ছবি

মালয়েশিয়ার অর্থনীতি বেড়েছে ১৪.২ শতাংশ 

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার অর্থনীতি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় দেশটির অর্থনীতি বৃদ্ধি পেয়েছে ১৪ দশমিক ২ শতাংশ।  

সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় মালয়েশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি হার অনেক বেশি। তবে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দায় এ প্রবৃদ্ধি নিম্নমুখী হওয়ার আশঙ্কা করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে দেশটির অর্থনীতি প্রসারিত হলেও ২০২১ সালে এ সময়ে করোনার কারণে অর্থনীতি ক্ষতির মুখোমুখি হয়েছিল।  

তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকি তৈরি হওয়ায় মালয়েশিয়ার রপ্তানি কার্যক্রমে এ পরিস্তিতি প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
news24bd.tv/ইস্রাফিল