দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে দেশের শতভাগ মানুষের ব্যাংক হিসাব নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘অর্ধেক সরকারি সেবা এখন ডিজিটালাইজ। আগামী কয়েক বছরের মধ্যে শতভাগ সেবাই ডিজিটাল হবে। ’
রোববার (১৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আন্তঃলেনদেন সেবা কার্যক্রম বিনিময়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জয় বলেন, ‘আগামীর বিশ্ব হবে ক্যাশলেস।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের সব পরিকল্পনা ও ব্যবস্থাপনাই দেশের, এখানে কোনো বিদেশির অংশগ্রহণ নেই। ’আজ বিদেশি অনেক প্রতিষ্ঠানও বাংলাদেশের এই দ্রুত ডিজিটালাইজেশনের রূপকে অনুকরণ করছে বলেও জানা তিনি।
দেশের শতভাগ সরকারি সেবা ডিজিটালাইজড করতে আরও কিছু সময় লাগবে উল্লেখ করে আওয়ামী লীগ সরকারকে আবার নির্বাচিত করারও আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়।
news24bd.tv/ইস্রাফিল