১৮ বছর এয়ারপোর্টে বসবাস, সেখানেই মৃত্যু

সংগৃহীত ছবি

১৮ বছর এয়ারপোর্টে বসবাস, সেখানেই মৃত্যু

অনলাইন ডেস্ক

সাথে সঠিক কাগজপত্র না থাকায় আটকে পড়েন ফ্রান্সের এয়ারপোর্টে। সেখানে বসবাস করেছেন ১৮ বছর। অবশেষে সেখানেই মারা গেলেন ইরানী নাগরিক মেহরন কারিমি নাসেরি। শরিবার হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ।

খবর বিবিসির।

অভিবাসী নাসেরি তার মায়ের খোঁজে ইউরোপে পাড়ি জমান। কিছুদিন বেলজিয়ামে বসবাস করেন। পরে তার কাগজপত্র হারিয়ে ফেলেন তিনি।

সঠিক কাগজপত্র না থাকায় যুক্তরাজ্য, নেদারল্যান্ড ও জার্মানি থেকে বহিস্কার করা হয় তাকে। পরে আটকা পড়ের ফ্রান্সের এয়ারপোর্টে।  

তার অভিজ্ঞতা নিয়ে স্টিভেন স্পিলবার্গ তৈরি করেন ‘দ্যা টার্মিনাল’ সিনেমা। তার জীবনের গল্প আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়।  পরে তাকে ফ্রান্সে প্রবেশের অনুমতি দেয়া হলেও ২০০৬ সাল পর্যন্ত এয়ারপোর্টে থেকে যান নাসেরি।  

কয়েক সপ্তাহ আগে নাসেরি আবার এয়ারপোর্টে ফেরত আসেন। গত শনিবার হৃদরোগে আক্রান্ত সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।  

news24bd.tv/আজিজ

এই রকম আরও টপিক