মেলবোর্ন যেন এক খণ্ড করাচি

সংগৃহীত ছবি

মেলবোর্ন যেন এক খণ্ড করাচি

অনলাইন ডেস্ক

১৯৯২ সালের পর মেলবোর্নে আবারো মহা-গুরুত্বপূর্ণ ফাইনালে লড়ছে ইংল্যান্ড-পাকিস্তান। যেখানে বৃষ্টির শঙ্কা কাটিয়ে দু’দলকে সমর্থন দিতে মাঠে হাজির হয়েছে হাজারো সমর্থক। তবে ইংলিশদের থেকে সমর্থনে ডের এগিয়ে পাকিস্তান। জার্সি ও পতাকা হাতে মেলবোর্নে হাজির হয়েছে পাকিস্তানের হাজারো দর্শক।

যেখানে প্রথম দেখায় যে কেউ বলে বসবে এটা অস্ট্রেলিয়া নয় এটা পাকিস্তানের করাচি।

সন্ধ্যায় ম্যাচ হলেও দুপুর থেকেই প্রিয় দলকে সমর্থন দিতে মাঠে হাজির হয়েছে পাকিস্তানের সমর্থকরা। যেখানে ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক ইমরান খানের ছবি হাতেও দেখা গিয়েছে অনেক সমর্থককে।

এর আগে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পা রাখে পাকিস্তান।

তারও আগে গ্রুপপর্বে পাকিস্তান যে রকম পারফরম্যান্স করেছে তাতে মনে হয়েছে এটা সেই ১৯৯২ সালের দল। সেবারও গ্রুপপর্বে টেনে টুনে পাস মার্ক উঠিয়ে ফাইনালে গিয়েছিল ইমরান খানের দল। তাই ১৯৯২ সালের পুনরাবৃত্তি দেখার আশায় মেলবোর্নে জড়ো হয়েছে পাকিস্তানি সমর্থকরা।

অন্যদিকে ভারতকে সেমিতে হারিয়ে ফাইনালে এসেছে ইংল্যান্ড। ভারত ফাইনালে পা রাখলে দর্শক বাড়তো কয়েকগুণ সে ব্যাপারে সন্দেহ নেই। তবে ইংলিশরাও যথেষ্ট সমর্থন পাবেন এই ম্যাচে। যার একটা বড় অংশ ভারতীয়।

news24bd.tv/আমিরুল