দেশে যথেষ্ট পরিমাণে খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার (১৩ নভেম্বর) গণমাধ্যমকর্মীদের নিরাপদ খাদ্য আইন এবং বিধি-প্রবিধি অবহিতকরণ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা জানান।
খাদ্যমন্ত্রী বলেন, ‘মানুষ আতঙ্কিত হয়ে দুই তিন-গুণ বেশি খাদ্য কিনে মজুত না করলে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না।
ক্ষুধা নিবারণ হয়েছে, কিন্তু নিরাপদ খাদ্য নিশ্চিত হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার কাজ করছে।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনের সভাপতিত্বে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকারসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
news24bd.tv/ইস্রাফিল