বিশ্বকাপের দল ঘোষণা কাতারের
বিশ্বকাপের দল ঘোষণা কাতারের

সংগৃহীত ছবি

বিশ্বকাপের দল ঘোষণা কাতারের

অনলাইন ডেস্ক

ফিফা ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াবে আর মাত্র ৭ দিন পর। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে অনেক দলের বিশ্বকাপ স্কোয়াড। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, বেলজিয়াম, ইংল্যান্ড ও ফ্রান্সের মতো শক্তিশালী দলগুলোর পাশাপাশি ফুটবল বিশ্বকাপের জন্য নিজেদের দল ঘোষণা করলো স্বাগতিক কাতার। অভিজ্ঞ, তারকা ফুটবলার ছাড়াই বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করে তারা।

 

ফেলিক্স সানচেজ ঘোষিত ২৬ সদস্যের দলে সব ফুটবলারই খেলে কাতারের স্টার্স লিগে। ঘোষিত দলের ফুটবলারদের কারও অভিজ্ঞতা নেই বিদেশি লিগে খেলার।  

প্রথমবারের মত বিশ্বকাপের অংশ নিতে যাওয়া কাতার নিজেদের প্রথম ম্যাচ খেলবে বিশ্বকাপ শুরুর দিন। ২০ নভেম্বর তারা লড়বে ইকুয়েডরের বিপক্ষে।

গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও সেনেগাল।

২৬ সদস্যের কাতার দল: 
গোলরক্ষক: সাদ আল-শিব, মেশাল বারশাম, ইউসেফ হাসান।

ডিফেন্ডার: পেদ্রো মিগুয়েল, মুসাব খোদার, তারেক সালমান, বাসসাম আল-রাওয়াই, বৌয়ালেম খৌকি, আবদেলকরিম হাসান, ইসমাইল মোহাম্মদ, হোমান আহমেদ।

মিডফিল্ডার: জাসসেম গাবের, আলি আসাদ, আসসিম মাদিবো, মোহাম্মদ ওয়াদ, সালেম আল-হাজরি, মোস্তফা তারেক মাশাল, করিম বৌদিয়াফ, আবদুলআজিজ হাতেম।

ফরোয়ার্ড: নাইফ আল-হাদরামি, আহমেদ আলালদিন, হাসান আল-হাইদোস, আকরাম আফিফ, আলমোয়েজ আলি, মোহাম্মদ মুনতারি, খালিদ মুনির মাজিদ।

news24bd.tv/আলী