রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রতীকী ছবি

রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

রাজধানীর কাকরাইলে একটি ভবনের সামনে থেকে মাদকদ্রব্য ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ। শনিবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।  

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আকরামুল হোসেন গণমাধ্যমে রোববার এ তথ্য জানান। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার আকরামুল হোসেনের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান ও সহকারী পুলিশ কমিশনার (এসি) হাবিবুর রহমান অভিযান পরিচালনা করেন।

ডিসি আকরামুল হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা হলো আলী হোসেন ও আব্দুল বাছিত। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, এর আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা।

কতিপয় মাদক কারবারি কাকরাইল এলাকার একটি ভবনের সামনে মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এরপর ওই এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ইয়াবাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

রাজধানীর রমনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে একটি করা হয়েছে।  

news24bd.tv/কামরুল

এই রকম আরও টপিক