যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী সিনেট নির্বাচনে জয় পাওয়ার পথে ডেমোক্র্যাটরা। ৫০ আসন নিয়ে সিনেটে এগিয়ে আছে জো বাইডেনের দল। কঠিন লড়ায়ে শেষ পর্যন্ত জিতবেন বলেই উচ্ছ্বসিত তিনি। সোমবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনার বিষয়ে কম্বোডিয়ার নমপেনে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির অ্যাসোসিয়েশন আসিয়ানে সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন বাইডেন।
আগামী সপ্তাহেই ইন্দোনেশিয়ার বালিতে জি ২০ সম্মেলন শেষে শি জিনপিংয়ের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে বাইডেনের। যা গত বছর ক্ষমতায় আসার পর শি জিনপিংয়ের সাথে প্রথম বৈঠক। বিশেষ সেই বৈঠক নিয়ে বাইডেন বলেন, ‘আমি বেশ ভালো অনুভব করছি।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে বাইডেন-শির বৈঠকে চীনের সাথে যোগাযোগের লাইন বজায় রাখা ও গভীর করার প্রচেষ্টা করা হবে। সেই সাথে কীভাবে দায়িত্বপূর্ণভাবে প্রতিযোগিতা পরিচালনা করা যায় তা নিয়ে আলোচনা করবে তারা। এছাড়াও তাইওয়ান ইস্যু নিয়েও আলোচনা হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
যদিও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলছেন, বৈঠকের ফলাফল সম্পর্কে ওয়াশিংটন তাইপেইকে সংক্ষিপ্ততই জানাবে। আলোচনার বিস্তারিত তাইওয়ানকে জানালে পরবর্তীতে তা বেইজিংয়ের নিন্দার জন্ম দেবে। কেননা চীনা সরকার জোর দিয়েছে, এই ধরনের শীর্ষ-স্তরের আলোচনার বিশদ বিবরণ প্রকাশ করা হবে কূটনৈতিক প্রোটোকল এবং দ্বিপাক্ষিক চুক্তির ‘গুরুতর’ লঙ্ঘন।
সূত্র: আরটি
news24bd.tv/আমিরুল