আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

সংগৃহীত ছবি

আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

অনলাইন ডেস্ক

ব্রাজিলের হেক্সা (ষষ্ঠ শিরোপা), নাকি লিওনেল মেসির প্রথম অথবা শিরোপা ধরে রাখতে পারবে ফ্রান্স, নাকি শিরোপা পুনরুদ্ধার করবে জার্মানি-ফুটবল বিশ্বে এখন উড়ে বেড়াচ্ছে এমন সব প্রশ্ন। কোন দল এগিয়ে আর কোন দলই’বা শক্তির বিচারে পিছিয়ে-এসব নিয়ে আলোচনা চলছে ধুমছে। চলছে চুলচেরা বিশ্লেষণ। ফুটবল প্রেমীদের মধ্যে  দেখা যাচ্ছে আনন্দের ঢেউ।

এদিকে  আসন্ন কাতার ফুটবল বিশ্ব কাপকে সামনে রেখে আনন্দ র‌্যালি করেছে মিরসরাই উপজেলার ‘তিনঘরিয়াটোলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী’।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা এলাকায় এই র‌্যালি উদযাপিত হয়।

এসময় টিম লিডার আহমেদ রাকিবের পরিচালনায় এসবএম শহিদ, রেজাউল করিম, রাকিব উদ্দিন, কামরুল, সজিব, শাখাওয়াত রনি, নুরুল্লাহ, আসিফ, নাজমুল বাবু, তারেক, আরাফাত, রুম্মান, হৃদয়, ইব্রাহিমসহ প্রায় ৭০ জন সমর্থক অংশগ্রহণ করেন।

টিম লিডার আহমেদ রাকিব জানান, মাষ্টারবমাইন্ড কোচ লিওনেল স্কালোনির অধীনে বর্তমান আর্জেন্টিনা অত্যন্ত পরিপূর্ণ টিম হিসেবে এবার বিশ্বকাপ যাত্রা শুরু করবে।

মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকায় এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা টিম বেশ উজ্জীবিত। এটিই আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখবে এবং প্রত্যাশা করি বিশ্বকাপে ৭টি ম্যাচে জয় নিশ্চিত করে ৪৩ ম্যাচ অপরাজিত থেকে এবারের বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা অনন্য রেকর্ড গড়বে।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), হেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ), গনসালো মনতিয়েল (সেভিয়া), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহাম), জার্মান পেৎসেয়া (রিয়াল বেতিস), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কোস আকুনা (সেভিয়া), নিকোলাস তালিয়াফিকো (অলিম্পিক লিওঁ), হুয়ান ফইথ (ভিয়ারিয়াল)।

মিডফিল্ডার: রদ্রিগো দি পল (আতলেতিকো মাদ্রিদ), লিয়ান্দ্রো পারেদেস (জুভেন্টাস), আলেক্সিস মাকআলিস্তার (ব্রাইটন), গিদো রদ্রিগেজ (রিয়াল বেতিস), আলেহান্দ্রো গোমেজ (সেভিয়া), এনসো ফার্নান্দেজ (বেনফিকা), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন)।

ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া (জুভেন্টাস), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (রোমা), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), হোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), লিওনেল মেসি (পিএসজি)।

news24bd.tv/আলী