বঙ্গোপসাগরে ফের লঘুচাপের পূর্বাভাস

প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের পূর্বাভাস

অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে আগামী পাঁচ দিনের মধ্যে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে বর্তমান লঘুচাপটি কেটে যাওয়ায় রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে, যা অব্যাহত থাকতে পারে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন তামিলনাড়ুর উত্তর উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ জন্য রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

সেই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (১৩ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছীতে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ কুতুবদিয়ায় ৩২ ডিগ্রি সেলসিয়াস।

news24bd.tv/কামরুল