ফারদিন হত্যার রহস্য দ্রুত উদঘাটনের দাবি সহপাঠীদের

সংগৃহীত ছবি

ফারদিন হত্যার রহস্য দ্রুত উদঘাটনের দাবি সহপাঠীদের

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যার ঘটনার রহস্য দ্রুত উদঘাটনের দাবি জানিয়েছেন তাঁর সহপাঠীরা। সোমবার (১৪ নভেম্বর) বুয়েট ক্যাম্পাসে এক মানববন্ধনে তারা এ দাবি জানান। এ সময় ফারদিনের বাবাও সেখানে উপস্থিত ছিলেন।  

সাংবাদিকদের সহপাঠীরা বলেন, দ্রুত আমার ভাইয়ের হত্যার রহস্য খুঁজে বের করুন।

হত্যাকারীদের গ্রেফতার করতে হবে।  আমরা এ হত্যার বিচার চাই। ’  

কিছু কিছু গণমাধ্যম ফারদিনের বিষয়ে আপক্তিকর তথ্য তুলে ধরেছে অভিযোগ করে তারা বলেন, ‘তাঁর মাদক সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে। আমাদের কাছে তা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয়।

সুস্পষ্ট প্রমাণ ছাড়া তার সঙ্গে মাদকের বিষয়টি জড়িয়ে ফেলা হচ্ছে। ’  

গত ৭ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে পরদিন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ ফরহাদ জানান, ফারদিনকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ফারদিনের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। তার বুকেও আঘাতের চিহ্ন আছে। এটি অবশ্যই হত্যাকাণ্ড।

এ ঘটনায় দায়ের করা মামলায় ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরা ৫ দিনের রিমান্ডে রয়েছেন।  

ফারদিন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম-সম্পাদক ছিলেন তিনি। তিন ভাইয়ের মধ্যে পরশ সবার বড়।

news24bd.tv/ইস্রাফিল