বুয়েট ছাত্র ফারদিনকে পিটিয়ে হত্যা, আসামিরা যে কোনো সময় গ্রেপ্তার

বুয়েট ছাত্র ফারদিনকে পিটিয়ে হত্যা, আসামিরা যে কোনো সময় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ হত্যা মামলার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে র‍্যাব। শীর্ষ মাদক ব্যবসায়ী রায়হান গ্যাংয়ের সদস্যরা ফারদিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি র‌্যাবের। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রায়হানসহ বেশ কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। যেকোনও সময় তাদের গ্রেপ্তার করা হবে।

সোমবার (১৪ নভেম্বর) রাত ১০টার দিকে এসব তথ্য জানতে পেরেছে বলে র‍্যাবের একাধিক সূত্র নিশ্চিত করেছে।  

সূত্র জানিয়েছে, আলোচিত এই হত্যার ঘটনায় রায়হানসহ বেশ কয়েকজন নজরদারিতে রয়েছে। যারা বুয়েট শিক্ষার্থী ফারদিনকে পিটিয়ে হত্যা করেছে।

নারীঘটিত কিংবা মাদকের কোনও সম্পৃক্ত পাওয়া গেছে কিনা জানতে চাইলে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ফারদিনের সঙ্গে আমরা নারীঘটিত বা মাদকের কোনও সম্পৃক্ততা পাইনি।

তাকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘিরে ফেলে রায়হান গ্যাংয়ের সদস্যরা। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে চনপাড়া বস্তিতে নিয়ে যাওয়া হয়।

র‍্যাব কর্মকর্তা বলেন, চনপাড়া বস্তি থেকে ফারদিনের বাসা তিন কিলোমিটার দূরে। আর ফারদিন বস্তির ভেতরে যায়নি। ধারণা করা হচ্ছে, প্রধান সড়ক থেকে তাকে তুলে বস্তির ভেতরে নেওয়া হয়। এরপর পিটিয়ে মারা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত বন্দুকযুদ্ধে নিহত সিটি শাহীনের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

news24bd.tv/হারুন